Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কবরস্থান

 

শেরপুর উপজেলা/পৌরসভায় অবস্থিত কবরস্থানের তালিকা

শেরপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একাধিক কবরস্থান রয়েছে। গ্রামের ভেতরে এই সকল কবরস্থানের জন্য পতিত জমি ব্যবহার করা হয়েছে। ০১ নং কুসুম্বী ইউনিয়নে ১২ টি ঈদগাহ মাঠ, ৫৬ টি মসজিদ, ১ টি মন্দির রয়েছে। এছাড়াও ২টি কবরস্থান এবং ৯টি খোয়াড় রয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নানা ধরনের আধুনিক সেবা সহ জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রি করা হয়। ২ নং গাড়ীদহ ইউনিয়নে ১২টি ঈদগাহ মাঠ, ৮১টি মসজিদ, ২টি মন্দির রয়েছে। এছাড়াও ১৩টি কবরস্থান, ১৪৬টি পুকুর এবং করতোয়া নদী রয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নানা ধরনের আধুনিক সেবা সহ জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রি করা হয়।

নিচে কয়েকটি কবরস্থনের তালিকা দে্য়া হলো

১। উলিপুর কবরস্থান,শেরপুর,বগুড়া।

২। দারকিপাড়া কবরস্থান,শেরপুর,বগুড়া।

৩। দুবলাগাড়ী কবরস্থান,শেরপুর,বগুড়া।

৪। গাড়িদহ কবরস্থান

০৫। কুসুম্বি কবরস্থান

০৬।খামারকান্দি ইউনিয়ন কবরস্থান

০৭। খানপুর ইউনিয়ন কবরস্থান

০৮। মির্জাপুর ইউনিয়ন কবরস্থান

০৯। বিশালপুর ইউনিয়ন কবরস্থান

১০।ভবানীপুর ইউনিয়ন কবরস্থান

১১। সুঘাট ইউনিয়ন কবরস্থান

১২। সীমাবাড়ী ইউনিয়ন কবরস্থান

১৩। শাহ-বন্দেগী ইউনিয়ন কবরস্থান